ষড়যন্ত্রকারীরাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায়

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, ষড়যন্ত্রকারীরাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায়। যারা এই ষড়যন্ত্র করছে তাদেরকে গণতান্ত্রিকভাবে কড়া জবাব দিতে হবে। যাতে তারা বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো ষড়যন্ত্র করতে না পারে। অনতিবিলম্বে ভোটের দিন-তারিখ ঠিক করে জনগণের সামনে ঘোষণা করুন। যাতে মানুষ আশ্বস্ত হতে পারে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুর শহরের হাসান আলী স্কুল মাঠে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্ত মোকাবিলাসহ নানা দাবিতে চাঁদপুর জেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জনগণের নেতা তারেক রহমান গত ১৭ বছর একটি স্বৈরাচার সরকারের বিরুদ্ধে দেশের মজলুম মানুষের জন্য আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। প্রয়োজনে দ্রুত একটি গণতান্ত্রিক নির্বাচনের জন্য যতদিন প্রয়োজন ততদিন তার নেতৃত্বে আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে। পতিত আওয়ামী সরকারের আমলে বিএনপি নেতাকর্মীরা ১ লাখ ৬০ হাজার মামলার আসামি হয়েছেন। অনেকে খুন-গুম আর অমানুষিক নির্যাতনের শিকার হয়েছেন। তাই দেশের ভালো এবং উন্নয়নের জন্য অতিদ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা দরকার। কেউ যাতে বাংলাদেশের ভবিষ্যৎ আর রাজনীতি নিয়ে কোনো ষড়যন্ত্র করতে না পারে।
আব্দুল আউয়াল মিন্টু বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। নির্বাচিত সরকার এসেও সংস্কার প্রক্রিয়া শেষ করতে পারবে। বিএনপি জনগণের দল। দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত বিএনপি আন্দোলন অব্যাহত রাখবে। বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ে একের পর এক সভা হবে।
এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক (কুমিল্লা বিভাগ) সম্পাদক মো. সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, ফরিদগঞ্জের সাবেক এমপি লায়ন মোহাম্মদ হারুন অর রশিদ, সাবেক মহিলা বিষয়ক এমপি আলহাজ রাশেদা বেগম হিরা, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক, এম এ হান্নান, তানভীর হুদা, এনডিপির চেয়ারম্যান আবু তাহের, জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির আজকের সভায় সকল উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
আনোয়ারুল হক/এমজেইউ