মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন।
বিজ্ঞাপন
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে সদর উপজেলার কচুন্দী ইউনিয়নের ঠাকুরবাড়ি মোড় এবং মাগুরা শহরের বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে।
নিহত দুজনের মধ্যে একজন সজিব আহম্মেদ (২৮)। তিনি মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের কালিনগর গ্রামের আব্দুর রশিদের ছেলে। সজিব একটি ইটভাটায় ম্যানেজারের হিসেবে কাজ করতেন।
বিজ্ঞাপন
নিহত অপরজনের নাম মতিয়ার রহমান (৫৫)। তিনি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুডা উপজেলার বেস্টপুর গ্রামের করিম মণ্ডলের ছেলে। মতিয়ার কাঠের ব্যবসা করতেন।
জানা গেছে, রামনগর ঠাকুরবাড়ি মোড়ে বিকেলের দিকে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সজিব আহম্মেদ নামে এক যুবক গুরুতর আহত হন। এ সময় তার সঙ্গে থাকা দুই মোটরসাইকেল আরোহী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
অন্যদিকে, সন্ধ্যার দিকে মাগুরা শহরের বাস টার্মিনালের সামনে রাস্তা পার হওয়ার সময় মতিয়ার রহমান (৬০) নামে এক বৃদ্ধকে একটি মোটরসাইকেল ধাক্কা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাগুরা রামনগর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, দুর্ঘটনা নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কোনো পরিবার থেকে অভিযোগ দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তাছিন জামান/এমএ