ডেভিল হান্ট : খুলনায় আ.লীগ-যুবলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্টে খুলনার রূপসা উপজেলায় কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তাররা হলেন- সিরাজুল ইসলাম (৪২), মো. গিয়াস শেখ (৪৪) ও রনি শেখ (৩০)। তারা সবাই আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মী বলে জানা গেছে।
লেফটেন্যান্ট মাহবুব হোসেন বলেন, সারা দেশে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যৌথ বাহিনীর অপারেশন ‘ডেভিল হান্ট’ পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১০টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে খুলনার রূপসা থানাধীন জাবুসা এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে তিন জনকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন
জানা যায়, তারা সবাই আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মী এবং বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত।
তিনি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।
মোহাম্মদ মিলন/এমএন