থানার সামনে টিকটক ভিডিও করে গ্রেপ্তার সেই আ. লীগ নেত্রীর জামিন

নাটোরের বড়াইগ্রাম থানা ফটকের সামনে নেচে-গেয়ে টিকটক ভিডিও করে গ্রেপ্তার হওয়া আলোচিত-সমালোচিত আওয়ামী লীগ নেত্রী শিউলী বেগমকে জামিনে মুক্তি দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বড়াইগ্রাম আমলি আদালতের বিচারক তোহিদুর রহমান সুমন শুনানি শেষে তাকে জামিন দেন।
জামিনের বিষয়টি বড়াইগ্রাম আমলি আদালতের জিআরও মাছুদুর রহমান নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
এর আগে সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে বড়াইগ্রামের লক্ষাপুর এলাকায় নিজ বাড়ি থেকে শিউলিকে গ্রেপ্তার করে বড়াইগ্রাম থানা পুলিশ।
শিউলী খাতুন নাটোর জেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি।
বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেত্রীর একটি ছোট বাচ্চা ছিল। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জামিন দেন।
উল্লেখ্য, কয়েকদিন আগে বড়াইগ্রাম থানার ভেতর মূল ফটকের সামনে নেচে গেয়ে টিকটক ভিডিও ধারণ করেন আওয়ামী লীগ নেত্রী শিউলি খাতুন। ভিডিওটি প্রচারের পরে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।
গোলাম রাব্বানী/এমএসএ