কোম্পানীগঞ্জে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, ছাত্রলীগ নেতা আহত
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে বিবাদমান দ্বন্দ্বের জের ধরে আবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৬ মে) রাত ১০টা ২০ মিনিটের দিকে কোম্পানীগঞ্জ থানার সামনে এ ঘটনা ঘটে।
কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অনুসারী সাবেক ছাত্রনেতা ফখরুল ইসলাম রাহাত বলেন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জায়দল হক কচি (৪০) তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বসে চা খাচ্ছিলেন। এ সময় কাদের মির্জার অনুসারীরা এসে তার ওপর হঠাৎ হামলা করে। তাকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মেয়র আবদুল কাদের মির্জার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, হামলার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের দীর্ঘদিন বিবাদ চলে আসছে। এর মধ্যে এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাটের মেয়র আবদুল কাদের মির্জা ও অপর পক্ষে নেতৃত্ব দিচ্ছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল।
হাসিব আল আমিন/এসপি