হাতিয়ায় জোয়ারের পানিতে ভেসে গেল শিশু
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সুখচর ইউনিয়নে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জোয়ারের পানিতে ভেসে গেছে লিমা আক্তার (৭) নামে এক শিশু।
বুধবার (২৬ মে) সন্ধ্যা ৭টার পর সে নিখোঁজ হলেও রাত ১২টা পর্যন্ত শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন।
নিখোঁজ লিমা আক্তার সুখচর ইউনিয়নের চর আমান উল্যাহ গ্রামের বাবুল মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, অতিরিক্ত জোয়ারের ফলে দুপুরে বাবুলের ঘরে পানি ডুকে পড়ে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পানির উচ্চতাও বাড়ে। এ সময় পরিবারের লোকজনের সঙ্গে ঘরে ছিল লিমা। সন্ধ্যায় পরিবারের লোকজনের অজান্তে জোয়ারের পানিতে ভেসে যায় সে।
হাতিয়া থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, খবর পেয়ে শিশুটির পরিবারের লোকজনকে সঙ্গে নিয়ে তার খোঁজ করা হচ্ছে।
এদিকে বুধবার (২৬ মে) বেলা ১১টার দিকে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার চরকিং, তমরুদ্দি, সোনাদিয়া, নলচিরা, হরণী, চানন্দি, সুখচর ও নিঝুম দ্বীপ ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হয়। প্লাবিত হওয়া এসব ইউনিয়নে মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। জোয়ারের পানিতে ভেসে গেছে পুকুরের মাছ, গোখাদ্য।
হাসিব আল আমিন/এসপি