টেক্সটাইল মিলের গোডাউনে আগুন, কয়েক কোটি টাকা ক্ষতির শঙ্কা

নরসিংদী সদরে মরিয়ম টেক্সটাইল মিলের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রচেষ্টায় ১ ঘণ্টা ২০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে।
বিজ্ঞাপন
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাদিউল ইসলাম শুভ।
স্থানীয় বাসিন্দারা জানান, দুপুর ১টার দিকে হঠাৎ গোডাউনে ধোয়া এবং আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন তারা। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘসময় প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে প্রায় চার লাখেরও অধিক গজকাপড় পুড়ে ছাই হয়ে গেছে। এতে ভুক্তভোগীর কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করছেন স্থানীয় বাসিন্দারা।
বিজ্ঞাপন
মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাদিউল ইসলাম শুভ বলেন, দুপুর ১টা ৪০ মিনিটে আমরা আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছই। পরে সেখানে আগুনের তীব্রতা দেখে ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আমাদের সহযোগিতা করে। ২টা ৫০ মিনিটে আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি।
তিনি আরও বলেন, মরিয়ম টেক্সটাইল নামক একটি কাপড়ের গোডাউন ছিল এটি। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানান এই কর্মকর্তা।
তন্ময় সাহা/এএমকে