ময়মনসিংহ সিটির সাবেক প্যানেল মেয়র ডন গ্রেপ্তার

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সাবেক ১ নম্বর প্যানেল মেয়র ও ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আসিফ হোসেন ডনকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। তিনি শহীদ সাগর হত্যা মামলাসহ বিএনপির অফিস ভাঙচুর মামলার আসামি।
রোববার (২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে নগরীর পাটগুদাম এলাকা থেকে জেলা ডিবি ও কোতোয়ালি মডেল থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, আসিফ হোসেন ডন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রেদোয়ান আহমেদ সাগর হত্যা মামলার ও বিএনপির অফিস ভাঙচুর মামলার আসামি। গত বছরের ৫ আগস্টের পর থেকেই তিনি পলাতক ছিলেন। পরে তার অবস্থান জানতে পেরে ২৫ অক্টোবর রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আজমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর ডনকে কারাগারে পাঠানো হলে আদালত থেকে জামিন নিয়ে আবারও পালিয়ে যান। রোববার গোপন সংবাদের ডনকে নগরীর পাটগুদাম এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, আসিফ হোসেন ডন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও প্রভাবশালী পরিবহন নেতা আমিনুল হক শামীমের শ্যালক এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ইকরামুল হক টিটুর বিয়াই।
আমান উল্লাহ আকন্দ/আরএআর