বাগেরহাটে ৩শ লাউ ও মিষ্টি কুমড়ার গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় এক কৃষকের ৩০০ ফলন্ত লাউ ও মিষ্টি কুমড়ার গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) গভীর রাতে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বর্ষিবাওয়া গ্রামে কৃষক বিপ্লব শিকদারের খেতে এ ঘটনা ঘটে। এতে কৃষক বিপ্লব শিকদারের দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
ক্ষতিগ্রস্ত কৃষক বিপ্লব শিকদার বলেন, ১৫ শতক জমির খেতে ৩০০ লাউ ও কুমড়ার গাছ ছিল। বেশিরভাগ গাছে ফল এসেছিল। মঙ্গলবার গভীর রাতে এসব গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। তবে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি। অপরাধীকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
মোরেলগঞ্জ পুলিশের এসআই রবিউল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত কৃষককে অভিযোগ দায়ের করার পরামর্শ দেওয়া হয়েছে।
শেখ আবু তালেব/এমএএস