দেশে ফিরে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা
![দেশে ফিরে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2025January/untitled-1-20250129055239.jpg)
সৌদি আরব থেকে দেশে ফিরে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৮ জানুয়ারি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুদ্দিন ইলিয়াস।
এর আগে সোমবার ভোরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৪ ও ৫ আগস্ট উপজেলা সদরে গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রাজ্জাক রুবেল ও স্কুল ছাত্র সাব্বির হোসেন। এ দুটি হত্যা মামলাসহ সাদ্দাম হোসেনের বিরুদ্ধে থানায় ৪টি মামলা রয়েছে। সরকার পতনের পর থেকে তিনি বিদেশে আত্মগোপনে ছিলেন। তাকে আটক করতে দেশের সব বিমানবন্দর ও স্থলবন্দরে তথ্য পাঠানো হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ওসি সামছুদ্দিন ইলিয়াস বলেন, মঙ্গলবার ভোর ৪টার দিকে ডিএমপির বিমানবন্দর থানা থেকে সাদ্দামের গ্রেপ্তারের বিষয়টি আমাদের জানানো হয়। তিনি সৌদি আরব থেকে দেশে ফিরছিলেন। তাকে দেবিদ্বার থানা পুলিশে হস্তান্তর করা হলে বিকেলে আদালতে সোপর্দ করা হয়।
আরিফ আজগর/এমএন