দিনাজপুরে সড়কে ঝরল ২ প্রাণ

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চিরিরবন্দর ও খানসামা উপজেলায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গোবিন্দগঞ্জ দিনাজপুর মহাসড়কের উচিতপুর বাজারের পাশে ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই আরোহী নিহত হন।
এ ছাড়া খানসামা উপজেলায় গোয়ালডিহি ইউনিয়নের ভুল্লারহাট বাজারের সামনে রানীরবন্দর পাকেরহাট সড়কে সকাল ৬টার দিকে ব্যাটারিচালিত চার্জার ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আরোহী নিহত হন।
বিজ্ঞাপন
নিহতরা হলেন—জেলার নবাবগঞ্জ উপজেলা কুচদহ গ্রামের নেয়াম আলীর ছেলে শাহদুল ইসলাম ও খানসামা উপজেলার সোহেল রানা (২২) গোয়ালডিহি ইউনিয়নের তেলিপাড়ার তোফাজ্জল হোসেনের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, নিহত সোহেল নবাবগঞ্জ উপজেলা থেকে দিনাজপুর যাওয়ার পথে ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আরোহী নিহত হন। এদিকে নিহত সোহেল নীলফামারীর উত্তরা ইপিজেডে চাকরির সন্ধানে যাওয়ার পথে সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ভুল্লারহাট বাজারের সামনে রানীরবন্দর থেকে পাকেরহাটে সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই মারা যান ওই যুবক।
বিজ্ঞাপন
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওদুদ ও গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সোহাগ গাজী/দিনাজপুর