এবার মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া সেই সুমাইয়ার পাশে নাটোরের ডিসি
![এবার মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া সেই সুমাইয়ার পাশে নাটোরের ডিসি](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2025January/natore-20250128131814-20250128132104.jpg)
পাবনা মেডিকেল কলেজে মেধাতালিকায় ভর্তির সুযোগ পাওয়ার পরেও অর্থনৈতিক কারণে শঙ্কায় থাকা সেই মেধাবী সুমাইয়া হোসেন শামাকে এবার আর্থিক সহায়তা প্রদান করেছেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে সুমাইয়া হোসেন শামার হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক।
এর আগে গত (২৫ জানুয়ারি) ‘মেডিকেলে পড়ার সুযোগ পেয়েও ভর্তি অনিশ্চিত সুমাইয়ার’ শিরোনামে সংবাদ প্রকাশ করে ঢাকা পোস্ট। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রওশন আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী, ঢাকা পোস্টের নাটোর প্রতিনিধি গোলাম রাব্বানী, সুমাইয়ার বাবা শাহাদত হোসেন উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এ সময় জেলা প্রশাসক আসমা শাহীন ঢাকা পোস্টকে বলেন, ঢাকা পোস্টের সংবাদটি আমার নজরে এলে পরদিনই আমার অফিসে তাদের ডেকে নিয়ে আসি। ভর্তি সংক্রান্ত ও লেখাপড়ার যাবতীয় বিষয় নিয়ে খোঁজখবর নেওয়া হয়। আমরা সুমাইয়ার সাফল্য কামনা করছি সেই সঙ্গে পরবর্তীতেও যেকোনো প্রয়োজনে জেলা প্রশাসন তার পাশে থাকবে।
আগামীতেও দরিদ্র মেধাবী এবং লেখাপড়ায় ব্যাপক আগ্রহ রয়েছে এমন অস্বচ্ছল শিক্ষার্থীদের পাশে জেলা প্রশাসন থাকবে বলেও জানান তিনি
বিজ্ঞাপন
সুমাইয়া হোসেন শামা ঢাকা পোস্টকে বলেন, মেডিকেলে পড়ার সুযোগ পেয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি। কিন্তু আমার পরিবারের আর্থিক অনটনের কথা চিন্তা করে ভর্তি নিয়ে শঙ্কায় ছিলাম। বিষয়টি নিয়ে ঢাকা পোস্টে সংবাদ প্রচারিত হলে অনেকেই সহযোগিতা করছে। ডিসি স্যার এর আগে ডেকে পাঠিয়েছিলেন, আজকে ডেকে সহায়তা করলেন। সব সময় পাশে থাকার আশ্বাস দিলেন। আমি সবার কাছে দোয়া চাই যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি।
গোলাম রাব্বানী/আরকে