কুকুরের তাড়া খেয়ে গাছে বিড়াল, উদ্ধার করল ফায়ার সার্ভিস
![কুকুরের তাড়া খেয়ে গাছে বিড়াল, উদ্ধার করল ফায়ার সার্ভিস](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2025January/cat-20250128074719.jpg)
নাটোরের বাগাতিপাড়ায় এক ঘণ্টার চেষ্টায় গাছে আটকা পড়া একটি বিড়াল উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুরের দিকে বাগাতিপাড়া উপজেলা পরিষদ চত্বরে পল্লী ভবনের সামনের উঁচু একটি মেহগনি গাছ থেকে বিড়ালটি উদ্ধার করা হয়।
দয়ারামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফজলুর রহমান বলেন, রোববার সকাল ৮টার দিকে একটি কুকুর তাড়া করলে প্রাণভয়ে মেহগনি গাছের মাথায় উঠে পড়ে বিড়ালটি। এরপর ২৪ ঘণ্টা পার হলেও ভয়ে বিড়ালটি গাছ থেকে নামতে পারেনি। বিষয়টি পল্লী উন্নয়ন কর্মকর্তা গৌতম কুমারের নজরে আসে। পরে তিনি সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজকে ঘটনাটি জানান। পরে সুরাইরা মমতাজ ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় প্রায় ৫০ ফুট উচ্চতার মেহগনি গাছ থেকে বিড়ালটিকে উদ্ধার করে মাটিতে ছেড়ে দেন।
স্থানীয় সংবাদকর্মী আরিফুল ইসলাম তপু বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। শীতে এবং কুয়াশায় বিড়ালটির খুবই কষ্ট পাচ্ছিল। ভয়ে বিড়ালটির নিচে নামতে পারছিল না। ফায়ার সার্ভিসের সদস্যরা বিড়াল উদ্ধার করার সময় অনেকের মাঝে হাস্যরসের সৃষ্টি হলেও বিষয়টি ছিল অত্যন্ত মানবিক। ফায়ার সার্ভিস সদস্যরা অত্যন্ত প্রশংসনীয় কাজ করেছেন।
গোলাম রাব্বানী/আরকে