লামায় চাঁদাবাজির সময় অস্ত্রসহ সন্ত্রাসী আটক

বান্দরবানের লামায় চাঁদা আদায়কালে মং এনু মার্মা (৩৫) নামে এক পাহাড়ি সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করেছেন স্থানীয়রা।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে লামা সরই ইউনিয়নে লম্বাখোলা বাজারে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন তাকে সরই কেয়াজুপাড়া বাজারে নিয়ে আসেন। বিষয়টি পুলিশকে জানানো হলে তারা এসে সন্ত্রাসীকে আটক করে থানায় নিয়ে যায়।
মং এনু মার্মা রোয়াংছড়ি বাগমারা পূর্ব পাড়া ৪ নম্বর নুয়া পতং ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড নুয়াপতং এলাকার কিয় চিং মং মার্মার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন বলেন, অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মো. শহীদুল ইসলাম/এমএন