বান্দরবানে সেনা অভিযানে ২ কেএনএফ সদস্য আটক

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম কেপলংপাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুই সদস্যকে আটক করা হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (২৭ জানুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবানের রুমা উপজেলার বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল কেএনএফের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে। পরে দুর্গম কেপলংপাড়া এলাকায় কেএনএফ সন্ত্রাসীদের একটি গোপন আস্তানা ঘেরাও করে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। এসময় ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় ভান মুন লম বম (৪২) এবং ফিলিপ খিয়াং (৩৬) নামে দুইজন কেএনএফ সন্ত্রাসীকে আটক করা হয়।
আইএসপির সূত্রে আরও জানা যায়, আটককৃত কেএনএফ সন্ত্রাসীরা পার্বত্য চট্টগ্রামে সাধারণ জনগণের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও সশস্ত্র কার্যকলাপে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
মো. শহীদুল ইসলাম/এমএন