শিক্ষকের বাসায় দুই চোরের প্রবেশ, গণপিটুনিতে একজনের মৃত্যু

পিরোজপুরের ভান্ডারিয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে সেলিম শাহ (৫১) নামে একজনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) ভোরে উপজেলার ধাওয়া ইউনিয়নের পশারীবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভান্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আনওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সেলিম শাহ উপজেলার পশারীবুনিয়া গ্রামের দৌলত শাহ এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোররাত ৩টার দিকে সেলিম শাহ ও অজ্ঞাত আরেকজন স্থানীয় স্কুলশিক্ষক শহিদুল ইসলাম মালাকার ওরফে ফিরোজের ঘরের মেঝেতে সিঁধ কেটে প্রবেশ করে। এরপর চোরের উপস্থিতি টের পেয়ে ঘরের লোকজনের ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে এসে সেলিমকে আটক করে মারধর করে। এ সময় সেলিমের সাথে থাকা অন্যজন পালিয়ে যায়। পরবর্তীতে সকালে ফিরোজের বাড়ির সামনের রাস্তার পাশ থেকে নিহত সেলিমের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
গণপিটুনিতে নিহত সেলিমের ছেলে জসিম বলেন, শনিবার রাত ১১টার দিকে তার বাবাকে দুই ব্যক্তি বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর রাতে সেলিম আর বাড়িতে ফেরেনি। এমনকি তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে ভোরে জানতে পারেন তার বাবার মৃতদেহ মালাকার বাড়ির সামনে পড়ে আছে।
স্থানীয় ধাওয়া ইউনিয়নের ইউপি সদস্য পলাশ মিত্র বলেন, শনিবার রাতে শহিদুল ইসলাম নামে এক স্কুলশিক্ষকের বাড়িতে দুইজন চোর ঢুকে পড়লে গ্রামবাসী একজনকে আটক করে। আমি পুলিশে খবর দেওয়ার কথা বলি, কিন্তু সকালে শুনি সে গণপিটুনিতে মারা গেছে।
শিক্ষক শহিদুল ইসলাম ফিরোজ বলেন, শনিবার রাত আড়াইটার দিকে দুইজন চোর সিঁধ কেটে আমাদের ঘরে প্রবেশ করলে আমাদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে একজনকে ধরে ফেলে। গ্রামবাসীর গণপিটুনিতে সে মারা যায় আরেকজন পালিয়ে গেছে।
এ ঘটনায় ভান্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আনওয়ার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী শাহাবানু বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় তদন্ত করে জড়িতদের আটক করা হবে।
শাফিউল মিল্লাত/এমএএস