গোপালগঞ্জে সমন্বয়কদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় মামলা

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলার ঘটনায় ৩৩ জনকে আসামি করে মামলা করা হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল জামান ফাহিম বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন।
গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল শনিবার বিকেলে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল জামান ফাহিম বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করে মামলাটি করেন।
ওসি বলেন, মামলায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা শরীফুল ইসলাম সোহাগসহ ১৩ জন ও অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করা হয়েছে। মামলাটি তদন্ত করা হয়েছে। তবে এখন পযর্ন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
প্রসঙ্গত, গতকাল শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিরুদ্ধে। হামলায় ২ সমন্বয়কসহ ৫ জন আহত হন।
আরএআর