টেকনাফে রোহিঙ্গাসহ অপহৃত ১৫ জন উদ্ধার, আটক ২
![টেকনাফে রোহিঙ্গাসহ অপহৃত ১৫ জন উদ্ধার, আটক ২](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2025January/cox-20250124162111.jpg)
কক্সবাজারের টেকনাফে বাহারছড়া পাহাড় থেকে ১০ রোহিঙ্গাসহ অপহৃত ১৫ জনকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (২৪ জানুয়ারি) ভোরে টেকনাফ বাহারছড়া মধ্যম কচ্চপিয়া পাহাড়ের চূড়া থেকে তাদের উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, বাহারছড়া কচ্ছপিয়া এলাকার মো. হারুন (২৫), একই এলাকার নুর মোহাম্মদ (১৯)।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা পুলিশের পুলিশ সুপার রহমত উল্লাহ।
বিজ্ঞাপন
তিনি বলেন, পাহাড়ের চূড়া থেকেই ১০ রোহিঙ্গাসহ মোট ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে আটক করা হয়ে। আটক আসামিরা পরস্পর যোগসাজশে ভিকটিমদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে এনে মুক্তিপণ আদায় করে।
এই চক্রটি দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে বাংলাদেশি ও বাস্তুচ্যুত রোহিঙ্গা শরাণার্থীদের নিয়ে অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছে। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াদিন বলেও জানান ওই পুলিশ সুপার।
সাইদুল ইসলাম ফরহাদ/এএমকে