দেশের ১৭ কোটি মানুষ নির্বাচনের আশায় বসে আছে

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনে ঘাটতি আছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। এছাড়া দেশের ১৭ কোটি মানুষ নির্বাচনের আশায় বসে আছে বলেও দাবি করেন তিনি।
বিজ্ঞাপন
গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ফরিদপুরের নগরকান্দায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি। সেখানে প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ বলেন, “আমরা বলতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে, আপনারা অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে এসেছেন। দায়িত্ব পালন করছেন। কিন্তু আপনাদের দায়িত্ব পালনের মধ্যে ঘাটতি আছে। আইনের শাসন এখনো ভালো অবস্থায় যায় নাই। এখনো পুলিশ,আমাদের বিভিন্ন প্রশাসন কিন্তু শক্তিশালী অবস্থায় যায় নাই।”
তিনি আরও বলেন,আপনাদেরকে সেদিকে কাজ করতে হবে। বিশেষ করে আমি বলতে চাই, সংস্কারের কথা বিএনপিই আগে বলেছে। যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে সংস্কারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে নির্বাচন। আপনি যদি নির্বাচনই দিতে না পারেন সংস্কার করবেন কীভাবে।”
বিজ্ঞাপন

বিএনপির এ নেত্রী আরও বলেন, “এ দেশের ১৭ কোটি মানুষ বসে আছে একটি নির্বাচনের আশায়। যেখানে নির্ভয়ে আমাদের নারী-পুরুষ, মা-বোনেরা ভোট দিতে পারবে। আমাদের ইয়াং জেনারেশন (তরুণ প্রজন্ম) ভোট দিতে পারবে। গত ১৫ বছর এ দেশের মানুষ ভোট দিতে পারে নাই। ভোট দেওয়াই তারা ভুলে গেছে।”
বিজ্ঞাপন
শামা ওবায়েদ বলেন,“তারেক রহমান এমন একজন নেতা যিনি জানেন আগামীদিনে সুষ্ঠু ভোট হলে বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসবে। আজকে সবাই সংস্কারের কথা বলেন। বিএনপি আড়াই বছর আগেই সংস্কার ঘোষণা করছিল। তখন উনি (তারেক রহমান) ২৭ দফা দিয়েছিলেন। সেটা এখন ৩১ দফা হয়েছে। এক ব্যাক্তি পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এমন প্রস্তাব তখন তিনিই দিয়েছিলেন।
নগরকান্দা উপজেলা বিএনপির জেষ্ঠ্য সহসভাপতি হাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, উপজেলা বিএনপির সহসভাপতি আলিমুজ্জামান সেলু, সহসভাপতি মাহাবুব আলী মিয়াসহ অন্যরা।
জহির হোসেন/এমটিআই