বেশি দামে সার বিক্রি করায় ৫ ডিলারকে জরিমানা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বেশি দামে সার বিক্রি করায় ৫ ডিলারের ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বিজ্ঞাপন
বুধবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার শহরের পাঁচজনের সার ডিলারের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম ফেরদৌস।
ওই এলাকার নুর ইসলাম নামে এক কৃষকের অভিযোগে সরকার নির্ধারিত মূল্য ১ হাজার ৫০ টাকা নেওয়ার নিয়ম থাকলেও তার কাছ থেকে মেসার্স শহিদুল আলম ট্রেডা.-এর দোকান মালিক শহিদুল আলম ওই কৃষকের কাছ থেকে ১ বস্তা ডিএপি সার ১ হাজার ৪৫০ টাকা চান।
বিজ্ঞাপন
পরে ৫টি প্রতিষ্ঠানে অতিরিক্ত মূল্য রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেসার্স ঝনারধন চন্দ্র সাহাকে ৩০ হাজার, মেসার্স নিতাই চন্দ্র সাহাকে ৩০ হাজার, মেসার্স হিরালাল চন্দ্র সাহাকে ৩০ হাজার, মেসার্স সুমন ট্রেড.কে ৩০ হাজার ও মেসার্স সহিদুল আলম ট্রেড.কে ২৫ হাজার টাকাসহ মোট ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার উপস্থিত ছিলেন।
এএমকে