জোয়ারের পানির নিচে ফেরিঘাটের গ্যাংওয়ে
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পটুয়াখালীর বিভিন্ন নদীতে জোয়ারের পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার (২৫ মে) দুপুরে জোয়ারের পানিতে জেলার অভ্যন্তরীণ ফেরিঘাটগুলোর গ্যাংওয়ে ডুবে যায়। এতে ফেরিতে গাড়ি ওঠানামায় ভোগান্তি পোহাতে হচ্ছে চলাচলকারীদের।
লেবুখালী ফেরিঘাট পারাপার হওয়া যাত্রী ইঞ্জিনিয়ার আবু তাহের ইমরান বলেন, জোয়ারের পানির নিচে ফেরির গ্যাংওয়ে। পানি ডিঙিয়ে কষ্টে মোটরসাইকেলসহ ফেরিতে উঠতে পেরেছি।
একই সময় কথা হয় প্রাইভেটকার চালক লিটন মৃধার সঙ্গে। তিনি বলেন, ঘাটে পানি অনেক। গ্যাংওয়ে দিয়ে ফেরিতে উঠতে গিয়ে গাড়ির মধ্যে পানি প্রবেশ করেছে। সবাই এভাবেই পারাপার হচ্ছেন।
বাউফল ফেরিঘাট পারাপার হওয়া সাংবাদিক ও সাবেক ছাত্রলীগ নেতা মীর মহিব্বুল্লাহ্ বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ঘাটে ওঠানামায় অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে।
লেবুখালী ফেরিঘাট এলাকার দোকানি মোস্তাফিজ বলেন, আজ জোয়ারের চাপ অনেক। জোয়ারে ফেরিঘাটের গ্যাংওয়ে পানির নিচে নিমজ্জিত হয়ে আছে।
পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হালিম সালেহীন বলেন, সকাল থেকে পটুয়াখালীতে বিপৎসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আমরা খোঁজ রাখছি।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমএসআর/জেএস