বান্দরবানে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, নিহত ৩

বান্দরবানের আলীকদমে ট্রাকের ধাক্কায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এ ঘটনায় মোটরসাইকেলের চালকসহ দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরের দিকে চৈখ্যং ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মো. বেলাল (৩০), মো. মিনহাজ (১৮) ও মো. ছৈয়দ আমিন (৪৫)।
আরও পড়ুন
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, সকালে লামা হতে আলীকদমের উদ্দেশে একটি ভাড়ায় চালিত মোটরসাইকেল দুইজন যাত্রী নিয়ে যাওয়ার পথে লামা-আলীকদম সড়কের চৈক্ষ্যং ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আস একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে গিয়ে ড্রাইভারসহ দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে আলীকদম থানার ডিউটি অফিসার এএসআই রনেশ বডুয়া বলেন, তারাবুনিয়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার খবর শুনেছি। পুলিশ ঘটনাস্থলে গেছে। দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত পরে জানাতে পারবো।
মো. শহীদুল ইসলাম/এএমকে