আইফোন বিক্রির বিজ্ঞাপন দিয়ে হাতিয়ে নিলেন ২ লাখ ৭০ হাজার টাকা
রাজবাড়ীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আইফোন বিক্রির বিজ্ঞাপন দিয়ে বিকাশে ২ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেওয়া বিজয় কুমার দে (২৩) নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে রাজবাড়ী শহরের পান্না চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে পাঠালে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারার জবানবন্দি দেন ওই প্রতারক।
গ্রেপ্তার বিজয় কুমার দে রাজবাড়ী পৌরসভার ৩নং ওয়ার্ডের বিনোদপুর গ্রামের গৌর চন্দ্র দে'র ছেলে।
বিজ্ঞাপন
ভুক্তভোগী আয়শা আক্তার মিম বলেন, গত বছরের ২৪ অক্টোবর আমি আমার ফেসবুক আইডিতে অন্য একটি আইডি থেকে আইফোনের বিজ্ঞাপন দেখে তার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করি। তখন তিনি আমাকে জানান, তিনি পড়াশোনার জন্য আমেরিকা থাকেন। আইফোনটি নিতে হলে ডেলিভারি চার্জ বাবদ ৫০০ টাকা তাকে নগদ পার্সোনাল নম্বরে পাঠাতে হবে। তখন তার কথমতো আমি গত বছরের ২৭ অক্টোবর তার দেওয়া নগদ নম্বরে ৫০০ টাকা পাঠিয়ে দিই। টাকা পাঠানোর পরে আমি তাকে আইফোন পাঠানোর কথা বললে তিনি আমাকে বলেন, আপনি মাত্র আমেরিকার খরচ দিয়েছেন আপনাকে বাংলাদেশের খরচ বাবদ আরও ৩ হাজার টাকা পাঠাতে হবে। তখন আমি পুনরায় তাকে ৩ হাজার টাকা পাঠিয়ে দিই।
আমি তাকে টাকা পাঠানোর পরে তিনি আমাকে বলেন, আপনি টাকা পাঠাতে দেরি করে ফেলেছেন আপনাকে জরিমানা বাবদ আরও ১ হাজার ৫০০ টাকা দিতে হবে। তখন তাকে আমি পুনরায় আবারও ১ হাজার ৫০০ টাকা প্রদান করি। টাকা প্রদানের পরে আমাকে আইফোন দেওয়ার কথা থাকলেও তিন আমাকে ফোন না দিয়ে ফোন দেওয়ার আশ্বাস দিয়ে আমার সরলতার সুযোগ নিয়ে প্রতারণামূলকভাবে গত বছরের ২৪ অক্টোবর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সময় নগদের পার্সোনাল নম্বরে সর্বমোট ২ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে আমি গত ১৪ জানুয়ারি সদর থানায় প্রতারণা মামলা দায়ের করি।
বিজ্ঞাপন
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, ভুক্তভোগী থানায় এজাহার দায়ের করলে আমরা সেটি মামলা হিসেবে রেকর্ড করি। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আজ সকাল ৮টা ৫০ মিনিটের দিকে তাকে গ্রেপ্তার করি।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করলে আসামি নিজের অপরাধ স্বীকার করে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় আদালেতে জবানবন্দি প্রদান করেন।
মীর সামসুজ্জামান সৌরভ/এএমকে