সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার

সুন্দরবন থেকে ৩০ কেজি হরিণের মাংস, মাথা ও সাতটি পা উদ্ধার করেছে বনরক্ষীরা। বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে সুন্দরবন পূর্ব বিভাগের চাদপাই রেঞ্জের ঢাংমারি স্টেশন-সংলগ্ন ঘাগড়ামারী এলাকা থেকে এই হরিণের মাংস উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরঞ্জিত বলেন, সুন্দরবনে হরিণ পাচারকারী চক্র ঢুকছে—এমন সংবাদের ভিত্তিতে ঘাগরামারি ক্যাম্পের বনরক্ষী ইউসুফ হাওলাদার, মহিউদ্দিন ও জয়নুল আবেদীন অভিযানে যায়। এ সময় হরিণ শিকারি চক্র তাদের দেখে ধারালো অস্ত্র উঁচিয়ে হুমকি প্রদর্শন করে। বন রক্ষীরা ফাঁকা গুলি ছুড়লে শিকারিরা মাংস ফেলে বনে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে শিকারিদের ফেলে রাখা ৩০ কেজি হরিণের মাংস, দুটি মাথা ও সাতটি পা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, বনের মধ্যে পালিয়ে যাওয়া চারজন হরিণ শিকারির মধ্যে তিনজনের পরিচয় শনাক্ত করা গেছে। এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার বাগেরহাট আদালতে উদ্ধারকৃত মাংস পাঠানো হবে।
বিজ্ঞাপন
শেখ আবু তালেব/এএমকে