দাফনের ২৮ মাস পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতার মরদেহ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে হত্যার শিকার বিএনপি নেতা আব্দুল আলিমের (৫০) মরদেহ ময়নাতদন্তের জন্য দুই বছর চার মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদের পাশের কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করা হয়।
নিহতের স্বজনরা জানান, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ২০২২ সালের ১৮ আগস্ট বেনাপোল পৌর বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। এতে আব্দুল আলিম, রিন্টু ও মুছাসহ বিএনপির সাত নেতাকর্মী গুরুতর আহত হন। আহতরা প্রথমে যশোর সদর হাসপাতাল ও পরবর্তীতে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এদের মধ্যে গুরুতর আহত আব্দুল আলিম চিকিৎসাধীন অবস্থায় ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর মারা যান। তবে তৎকালীন ক্ষমতাসীনদের হুমকিতে ময়নাতদন্ত ছাড়ায় মরদেহ দাফন করা হয়েছিল। মামলাও করতে পারেনি পরিবার।
বেনাপোল পোর্ট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া জানান, জুলাই-আগস্ট আন্দোলনে আওয়ামী লীগ সরকার দেশ ছাড়লে মামলার সুযোগ পায় নিহতের পরিবার। গত ১৬ নভেম্বর আব্দুল আলিমের স্ত্রী হাছিনা খাতুন বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় ৬৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে আজ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং পুলিশ সদস্যদের উপস্থিতিতে আব্দুল আলিমের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়।
এমজেইউ