সাবেক যুবদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, বাবার মৃত্যু
রাজশাহীতে সালাহউদ্দিন মিন্টু নামে এক সাবেক যুবদল নেতার বাড়িতে গুলিবর্ষণ করেছে সন্ত্রাসীরা। এতে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন তার বাবা মো. আলাউদ্দিন (৬০)। বুধবার (১৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালেরর অপারেশন থিয়েটারে তিনি মারা যান।
নিহত আলাউদ্দিনের বাড়ি রাজশাহীর পবা উপজেলার ভুগরইল গ্রামে। তার ছেলে সালাউদ্দিন মিন্টু নওহাটা পৌর যুবদলের সাবেক সদস্য।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে সালাহউদ্দিন মিন্টুর বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় মিন্টুর বাবা আলাউদ্দিন আহত হন। গুলিটি তার কোমরে লেগেছিল। রাতেই তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, বিকেলে অপারেশন থিয়েটারে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আলাউদ্দিনের মৃত্যু হয়েছে। এর আগে গুলিবিদ্ধ অবস্থায় রাতে তাকে হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তার তলপেটে গুলি লেগেছিল।
শাহ মখদুম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, হাসপাতালের অপারেশন থিয়েটারে আলাউদ্দিন মারা গেছেন বলে শুনেছি। এ ঘটনায় হত্যা মামলা করা হবে।
শাহিনুল আশিক/আরএআর