প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরা হলো না নাঈমের
ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে নাঈম হোসেন (১৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় সালিম হোসেন নামে আরও একজন আহত হয়েছেন।
বুধবার (১৫ জানুয়ারি) সকালে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও আহত সালিম একই গ্রামে শফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় সাইদুর রহমান বলেন, সকালে ভালাইপুর গ্রাম থেকে মোটরসাইকেলে নাঈম হোসেন চাচাতো ভাই সালিমকে সঙ্গে নিয়ে প্রাইভেটপড়া শেষে মহেশপুরে যাচ্ছিল। পথে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারজানা নাজনীন শাম্মি বলেন, গুরুতর আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হয়েছিল। এদের মধ্যে নাঈমের গুরুতর আঘাত পাওয়ার কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আর আহত সালিমের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
মহেশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ উদ্দিন মৃধা ঢাকা পোস্টকে বলেন, নাঈম তার বাবার মোটরসাইকেল নিয়ে প্রাইভেট পড়তে যাচ্ছিল। পথিমধ্যে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ সময় সালিম নামে তার বন্ধুও আহত হন। এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ হয়নি।
আব্দুল্লাহ আল মামুন/আরকে