‘চালকের অসাবধানতায়’ বাস খাদে
ফরিদপুরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাককে সাইড কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে গেছে। এ ঘটনায় বাসের ১০ জন যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদি ইউনিয়নে বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস যখন চুমুরদি এলাকা পার হচ্ছিল তখন মহাসড়কে ভাঙ্গার দিকে মুখ করে একটি ট্রাক দাঁড় করানো ছিল। ট্রাকটিতে তখন পাটখড়ি লোড করা হচ্ছিল। বাস চালকের অসাবধানতায় দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সাইড কাটতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তবে এ দুর্ঘটনায় রাত সাড়ে ১১টা পর্যন্ত কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে ভাঙ্গা হাইওয়ে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ঘটনার তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মামুন।
তিনি বলেন, এ ঘটনায় ৮ থেকে ১০ জন যাত্রী আহত হয়েছেন। তাদেরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জহির হোসেন/এএমকে