দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল দুজনের, আহত ৩

নীলফামারীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এছাড়া আরও তিনজন আহত হয়েছেন।
বিজ্ঞাপন
রোববার (১২ জানুয়ারি) বিকেলে নীলফামারী সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের শালহাটি নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার সদর উপজেলার পূর্ব সুটিপাড়া গ্রামের খায়রুল ইসলামের ছেলে মিলন ইসলাম (১৮) ও জেলা শহরের সরকারপাড়ার আব্দুল আজিজের স্ত্রী লতা বানু (২৫)।
বিজ্ঞাপন
আরও পড়ুন
আহতরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বিকেল ৫টার দিকে উভয় দিক থেকে আসা দ্রুতগামী দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই মোটরসাইকেলে থাকা পাঁচজন আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নেওয়ার পথে মিলন ইসলাম (১৮) মারা যান। পরবর্তীতে অন্যান্য আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রমেক হাসপাতালে নেওয়ার পথে লতা বানু (২৫) নামে আর এক মোটরসাইকেল আরোহী মারা যান।
নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এম আর সাঈদ ঢাকা পোস্টকে বলেন, দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুজন মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। আহতরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
শরিফুল ইসলাম/এমএসএ