বাগেরহাটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
কয়েকদিনের টানা দাবদাহের পর বাগেরহাটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। সোমবার (২৪ মে) সন্ধ্যার পর থেকে আকাশ কালো মেঘে ছেয়ে যায়। রাত সাড়ে ৮টার দিকে হালকা দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়। তবে ২০ মিনিট বৃষ্টি হওয়ার পর থামলে আবার ভ্যাপসা গরম শুরু হয়।
ঘূর্ণিঝড় ইয়াসের আশঙ্কা থাকলেও টানা কয়েক দিনের ভ্যাপসা গরমের পর নামা সামান্য এ বৃষ্টিতে কিছুটা স্বস্তিবোধ করছেন জেলার মানুষ। শহরের বিভিন্ন এলাকায় অনেককে বৃষ্টিতে ভিজতে, আবার অনেককে ছাতা নিয়ে বাজার করতে দেখা গেছে।
বৃষ্টিতে ছাতা মাথায় শহরে বাজার করতে আসা কলেজের অধ্যাপক মাসুদুল হক বলেন, একদিকে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব অন্যদিকে টানা কয়েকদিনের দাবদাহের মধ্যে একটু বৃষ্টি ভালো লেগেছে। তবে বৃষ্টি আরও বেশি হলে ভালো হতো। কারণ আবহাওয়া আবার উত্তপ্ত হয়ে গেছে।
ষাটগম্বুজ এলাকায় বৃষ্টিতে ভিজতে থাকা আমিন, সায়মন, সৌরভ জানান, অনেকদিন পর বৃষ্টি হচ্ছে। কয়েকদিনের দুর্বিষহ গরমের পর বৃষ্টিতে ভেজার লোভ সামলাতে পারেননি। খুব আনন্দিত তারা। তবে বৃষ্টি আরও বেশি হলে ভালো হতো।
এর আগে রোববার (২৩ মে) রাতে শরণখোলা উপজেলার কিছু জায়গায় হালকা বৃষ্টি হলেও জেলার অন্য উপজেলাগুলোতে বৃষ্টির দেখা মেলেনি।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তফা শাহীন বলেন, রোববার রাতে ও সোমবার সন্ধ্যায় উপকূলজুড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। ইয়াস মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি আমরা।
তানজীম আহমেদ/এএম