লক্ষ্মীপুরে তিন দফা দাবিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন
বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত ও কারাদণ্ডপ্রাপ্ত সদস্যদের পুনর্বহালসহ তিন দফা দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন ও লিফলেট বিতরণ করা হয়েছে। একইসঙ্গে তখনকার আদালতের আদেশের কার্যকারিতা সম্পূর্ণরূপে বাতিল এবং বিডিআর নাম পুনর্বহালের দাবি জানিয়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা।
বিজ্ঞাপন
রোববার (১২ জানুয়ারি) সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী বিডিআর কল্যাণ পরিষদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
এ সময় বক্তব্য দেন বিডিআর থেকে চাকরিচ্যুত সুবেদার ইসমাইল হোসেন, জহির উদ্দিন ও সৈনিক ইসমাইল হোসেনসহ চাকরিচ্যুত আরও কয়েকজন বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা।
সুবেদার ইসমাইল হোসেন ও জহির উদ্দিন বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি অবৈধ আইন পাস করে প্রহসনের বিচারের মাধ্যমে নির্দোষ সদস্যদের চাকরিচ্যুত ও বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। ঘটনার সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করতে হবে। একইসঙ্গে বন্দি বিডিআর সদস্যদের মুক্তির পাশাপাশি সকল পর্যায়ের সদস্যদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। বিডিআর সদস্যরা ১৬ বছর ধরে মানবেতর জীবন অতিবাহিত করছে এবং ইতোমধ্যে হতাশাগ্রস্ত কিছু সদস্য মৃত্যুর মুখে পতিত হয়েছেন।
হাসান মাহমুদ শাকিল/এমজেইউ