কিডনি ফাউন্ডেশন সেবায় রোল মডেল হয়ে উঠবে, প্রত্যাশা উপদেষ্টার

সিলেটে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে (পিপিপি) প্রতিষ্ঠিত কিডনি ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধন হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) নগরের তেমুখী বাদাঘাটসংলগ্ন নাজিরেরগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
প্রধান অতিথির বক্তব্যে শারমীন এস মুরশিদ বলেন, ‘কিডনি ফাউন্ডেশন সিলেটে আলোকিত উদ্যোগী মানুষের সেবার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করেছে। সম্মিলিত ইচ্ছাশক্তির মাধ্যমে এ প্রতিষ্ঠান সেবায় রোল মডেল হয়ে উঠবে।’
উপদেষ্টা বলেন, ‘দেশের মানুষকে এই ভালো উদাহরণগুলো রীতিতে পরিণত করতে হবে। তাহলে বাংলাদেশ সহজেই তার লক্ষ্যে পৌঁছে যাবে।’
কিডনি ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হাসপাতালের সাফল্য কামনা করেন এবং এর প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এমজে