দহগ্রাম সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণে বিজিবির বাধা
লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্তে উত্তেজনা নিরসনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। শনিবার (১১ জানুয়ারি ) দুপুরে সাংবাদিকদের বিজিবির রংপুর ৫১ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) আমীর খসরু তথ্য নিশ্চিত করেন।
এর আগে গতকাল শুক্রবার সকাল থেকে বিজিবিকে কোনো কিছু না জানিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করে বিএসএফ। সকাল থেকে বাংলাদেশ-ভারত প্রধান পিলার ডিএমপি ৮ নম্বরের উপপিলার ৪৬ থেকে ৩৭ নম্বর সীমান্তের প্রায় অর্ধকিলোমিটারের মধ্যে বিএসএফ ভারতীয় ৩০ থেকে ৩৫ জন নির্মাণ শ্রমিককে দিয়ে লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি খুঁটির মধ্যে প্রায় ৪ ফুট উঁচু কাঁটাতারের বেড়া স্থাপন করে। শূন্যরেখার দেড় শত গজের শেষ অংশে স্থানীয়রা এসব স্থাপন করতে দেখে বিজিবিকে খবর দেয়। বিজিবির ৫১ ব্যাটালিয়নের পানবাড়ি ও দহগ্রাম ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বেড়া স্থাপনে বাধা দেন। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে বিএসএফের অসংখ্য সদস্য মোতায়েন করে ভারত। গোটা দহগ্রাম ইউনিয়ন সীমান্তে বিজিবিকেও সতর্ক অবস্থানে দেখা গেছে।
আরও পড়ুন
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের কোচবিহার রাজ্যের ৬ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের করুণ ক্যাম্পের বিএসএফের সদস্যরা আন্তর্জাতিক সীমান্ত আইন না মেনে শূন্যরেখার দেড়শো গজের একদম শেষ অংশে কাঁটাতারের বেড়া স্থাপন করেছিল।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর ৫১ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) আমীর খসরু বলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ঘটনায় চুড়ান্ত কোনো সিদ্ধান্তে আমরা এখনো উপনীত হতে পারিনি। গতকাল বিএসএফের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা ছিল। আমরা জনবল বৃদ্ধি করেছি। বিএসএফ কাজ বন্ধ রেখেছে। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। বিজিবি সীমান্তে শক্ত অবস্থানে আছে।
নিয়াজ আহমেদ সিপন/আরএআর