স্লোগান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুবদল নেতা
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় যুবদলের কর্মীসভায় স্লোগান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন মো. ফারুক নামে এক যুবদল নেতা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজারে এ ঘটনা ঘটে।
নিহত মো. ফারুক সোনাদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শফিউল্লাহ মিয়ার ছেলে এবং একই ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক।
সোনাদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আশ্রাফুল ইসলাম কাজল ঢাকা পোস্টকে বলেন, স্থানীয় চরচেঙ্গা বাজারে যুবদলের একটি কর্মী সভা অনুষ্ঠিত হয়। ফারুক ৮নং ওয়ার্ড বাংলাবাজার থেকে নেতৃত্ব দিয়ে মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে সভাস্থলে আসেন। মিছিল চলা অবস্থায় হঠাৎ তিনি মাটিতে পড়ে নাকে-মুখে ফেনা বের হয়ে যায়। পরে তাকে দ্রুত হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শিপন চন্দ্র দাস ঢাকা পোস্টকে বলেন, যুবদল নেতা ফারুককে জরুরি বিভাগে আনা হলে ইসিজি করে তাকে মৃত পাওয়া যায়। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ পরিবার নিয়ে গেছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা ঢাকা পোস্টকে বলেন, যুবদল নেতার মৃত্যুর বিষয়টি আমি জানতে পেরেছি, তবে দলীয় বা হাসপাতাল কর্তৃপক্ষ থেকে আমাকে জানানো হয়নি।
হাসিব আল আমিন/এএমকে