টেকনাফে মুক্তিপণে ছাড়া পেলেন অপহৃত জসিম
কক্সবাজারের টেকনাফের শামলাপুর এলাকা থেকে অপহৃত জসিমকে ৩০ লাখ টাকার বিনিময়ে ১০ দিন পর স্বজনরা মুক্ত করেছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) টেকনাফ শামলাপুর গহিন পাহাড় থেকে তাকে ছাড়িয়ে আনা হয়।
অপহৃত জসমি টেকনাফ শামলাপুর ইউনিয়নের বড় ডেইল এলাকার নাজিম উদ্দিন মাস্টারের ছেলে। এর আগে ৩০ ডিসেম্বর শামরাপুর বড় ডেইল পাড়া এলাকা থেকে ঘরে ঢুকে ফাঁকা গুলি ছুড়ে জসমিকে অপহরণ করে।
বিষয়টি নিশ্চিত করেন, টেকনাফ বাহারছড়ার ৮নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম।
তিনি বলেন, ৩০ ডিসেম্বর রাতে সশস্ত্র সন্ত্রাসীরা ১৫-২০ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে দক্ষিণ বড় ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাস্তার মাথায় নিজ মুদির দোকান থেকে জসিম উদ্দিনকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে পাহাড়ের ভেতর নিয়ে যাওয়া হয়েছিল। পরে সন্ত্রাসীরা ৫০ লাখ টাকা দাবি করে। স্বজনরা জমি বিক্রি করে আজ ৩০ লাখ টাকা দিলে তার মুক্তি মিলে। তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বাহারছড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শোভন কুমার সাহা বলেন, ১০ দিন পর অপহৃত জসিম ফিরেছে। তবে ভুক্তভোগীর পরিবার থেকে মুক্তিপণ দিয়ে ফেরত আসার বিষয়ে কিছু জানানো হয়নি পুলিশকে। থানায় একটি অভিযোগ করেছেন।
কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্য বলছে, গত এক বছরের বেশি সময়ে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১৯২ জনকে অপহরণের ঘটনা ঘটেছে।
সাইদুল ইসলাম ফরহাদ/এএমকে