ময়মনসিংহে তারুণ্যের উৎসবে বর্ণাঢ্য র্যালি-সমাবেশ
ময়মনসিংহে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও তরুণ সমাবেশ করেছে জেলা প্রশাসন। জেলা যুব ও ক্রীড়া সংস্থা এই অনুষ্ঠান বাস্তবায়ন করে।
গতকাল দুপুরে নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা করা হয়।
এর আগে এদিন সকালে বিভাগীয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে বিভাগীয় কমিশনারের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। এ সময় তিনি বলেন, তরুণরাই আধুনিক বাংলাদেশ গড়ার কারিগর। আমরা তরুণদের অগ্রাহ্য-অবহেলা করতে পারি না। তাদের ওপরই ভরসা রাখতে চাই, যখন দেখি এই তরুণরাই দুর্গত মানুষের পাশে এসে দাঁড়াই, তখন আশান্বিত হই। আনন্দে চিৎকার দিয়ে বলি এই তরুণরাই পারবে। আমাদের রাজনীতি, আমাদের উন্নয়ন পরিকল্পনার কেন্দ্রে রাখতে হবে তরুণদের। কাজেই আমরা তারুণ্যের উৎসবে প্রতিজ্ঞা করতে চাই, তরুণদের মতেই আগামীর বাংলাদেশ গড়ে তুলবো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মুফিদুল আলম। বক্তব্য রাখেন— ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ জাবেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. হারুন-অর-রশীদ, বিএনপির নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, জেলা জামায়াতের আমির মো. আব্দুল করিম প্রমুখ।
আরও পড়ুন
এ ছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণীণিপেশার মানুষ।
মো. আমান উল্লাহ আকন্দ/এনএফ