ইয়াবা ব্যবসায়ীকে ধাওয়া : ৩ বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার
রাজবাড়ীর গোয়ালন্দে সাদ্দাম হোসেন (৩০) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে ধাওয়া দিয়ে তার দোকানঘর থেকে তিনটি বিদেশি অস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পশ্চিম উজানচর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযানে গিয়ে সদর উপজেলার খানখানাপুর সম্রাট নগর বাজার এলাকা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত সাদ্দাম পলাতক রয়েছে।
সাদ্দাম হোসেন (৩০) গোয়ালন্দ উপজেলার রিয়াজ উদ্দিন মাতুব্বর পাড়া গ্রামের শাহাজান মোল্লার ছেলে।
গোয়ালন্দঘাট থানা পুলিশ সূত্রে জানা গেছে, ইয়াবা পাচারের গোপন সংবাদ পেয়ে বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের বেড়িবাঁধ সংলগ্ন গোধূলী পার্কের সামনে অবস্থান নেয় পুলিশ।এ সময় বেড়িবাঁধের পাশে সাদ্দাম হোসেন নামে এক চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী মোটরসাইকেলযোগে ইয়াবা সরবরাহ করতে আসে। ওই সময় সাদ্দাম পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মোটরসাইকেল নিয়ে আবার সম্রাট নগর বাজার এলাকার দিকে চলে যায়। তখন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ তার পিছু নিয়ে সম্রাট নগর বাজার এলাকায় যায়। তখন সাদ্দাম তার দোকানে মোটরসাইকেল রেখে কৌশলে দ্রুত শটকে পড়ে।পরে পুলিশ সাদ্দামের নিজের পাইপের গুদাম ঘরে তল্লাশি চালিয়ে ৩ টি বিদেশি পিস্তল,৭ রাউন্ড গুলি ও তিনটি ফাঁকা ম্যাগাজিন উদ্ধার করে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, এ ঘটনায় সদর থানায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করা হবে।অভিযুক্ত সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করার জন্য থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথবাহিনী কাজ করছে।
মীর সামসুজ্জামান সৌরভ/এআইএস