অভ্যন্তরীণ কোন্দলে বিএনপি নেতার গাড়িতে হামলা
ময়মনসিংহের গৌরীপুর অভ্যন্তরীণ কোন্দলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেনের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির সদস্য আহম্মেদ তায়েবুর রহমান হিরন। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে গৌরীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে হামলা ও ভাঙচুরের ঘটনায় নিন্দা প্রকাশ করে তিনি এ দাবি করেন।
সংবাদ সম্মেলনে আহম্মেদ তায়েবুর রহমান হিরন বলেন, ঘটনার পর আমি শুনতে পেরেছি বিএনপি নেতা এম ইকবাল হোসেন তার নিজ ইউনিয়ন সিধলার টেঙ্গুটিপাড়া গ্রামে আকিকার দাওয়াতে যাওয়ার পথে হামলার ঘটনা ঘটেছে। এর আগে সকালে বালিয়াপাড়া গ্রামে একটি মঞ্চ নাটকের অতিথি হওয়া ও স্থানীয় একটি জমি সংক্রান্ত বিরোধসহ আরও কিছু অভ্যন্তরীণ ঘটনার জের ধরে ইকবাল হোসেনের লোকজন তার চাচা একই গ্রামের নুরুজ্জামানকে মারধর করে। মূলত ওই ঘটনার জের ধরেই বিকেলে ইকবাল হোসেনের গাড়িবহরে হামলা হয়েছে। বিষয়টি ইকবাল সাহেবের একান্ত ব্যক্তিগত। কিন্তু মূল ঘটনা আড়াল করে হামলার ঘটনায় প্রকৃত দোষীদের চিহ্নিত না করে প্রতিহিংসামূলকভাবে আমার নাম জড়ানো হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ছাত্র রাজনীতি থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছি। জনগণের সুখে-দুঃখে পাশে থেকেছি, এর মূল্যায়ন হিসেবে জনগণের রায়ে ২০০৩ সালে মইলাকান্দা ইউনিয়ন পরিষদ এবং ২০১৪ সালে বিএনপির মনোনীত প্রার্থী হয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। বিগত ১৬ বছরে রাজপথে লড়াই সংগ্রাম করতে গিয়ে শতাধিক মামলার আসামি হয়েছি। আশা করি দল আমার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র খতিয়ে দেখবে।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আব্দুল আজিজ মন্ডল, শাজাহান কবীর সাজুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তবে এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাযহারুল আনোয়ার।
প্রসঙ্গত, গত ৬ জানুয়ারি বিকেলে ময়মনসিংহের গৌরীপুরে আকিকার অনুষ্ঠানে দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেনের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। স্থানীয় দুই অনুসারীর আধিপত্যের দ্বন্দ্বে এ ঘটনায় সংর্ঘষে উভয়পক্ষের প্রায় ৯ জন আহত ও রক্তাক্ত হয়।
আমান উল্লাহ আকন্দ/আরএআর