ইউএনও কাউছারকে লাকসামে বহাল রাখার দাবি
কুমিল্লার লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদকে লাকসাম থেকে অন্যত্র বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাকে লাকসামেই বহাল রাখার দাবি জানানো হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে লাকসাম উপজেলা পরিষদের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। লাকসাম উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, লাকসামের ইতিহাসে এই প্রথম কোনো ইউএনও এসেছেন যিনি খুব কম সময়ের মধ্যে লাকসামের মানুষের হৃদয়ের সাথে মিশে গেছেন। তার প্রতি ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্রে মেতেছে একটি পক্ষ। জনৈক সচিবের নাম করে অবৈধ তদবিরের মাধ্যমে জনপ্রিয় এই ইউএনওকে লাকসাম থেকে বদলির আদেশ পাঠানো হয়েছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সবাই সেই আদেশের প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি ইউএনও কাউছার হামিদকে লাকসামে বহাল রাখার দাবিও জানাচ্ছি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে লাকসামে যোগদান করেন কাউছার হামিদ। গত ২ জানুয়ারি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তাকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় যোগদানের আদেশ দেওয়া হয়।
জানা গেছে, যোগদানের পর থেকেই অত্যন্ত সুনামের সঙ্গে লাকসামে দায়িত্ব পালন করছিলেন কাউছার হামিদ। একটি মহল তাকে সরাতে মরিয়া হয়ে ওঠে। বিভিন্ন মাধ্যমে তদবির করে তার বদলির আদেশ জারি করায়।
আরিফ আজগর/আরএআর