মুন্সীগঞ্জে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শ্রমিক রিয়াজুল ফরাজীকে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান মো. শহিদুজ্জামান জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল ৩টার দিকে জেলা শহরের কোর্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শহিদুজ্জামান গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি জেলা আওয়ামী লীগের ক্রিয়া বিষয়ক সম্পাদক ছিলেন।
মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সজিব দে বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শহিদুজ্জামান মুন্সীগঞ্জ কোর্ট এলাকায় আসবেন। সেখানে পুলিশ অবস্থান নেয়। বিকেল ৩টার দিকে আদালত এলাকায় আসলেই তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, গত ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত শ্রমিক রিয়াজুল ফরাজী হত্যা মামলায় শহিদুজ্জামানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ব.ম শামীম/আরএআর