সুনামগঞ্জে সাবেক পৌর মেয়রসহ ৫ নেতা রিমান্ডে
সুনামগঞ্জে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক পৌর মেয়র নাদের বখতসহ সেচ্ছাসেবক লীগের পাঁচ নেতার বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ৫ নেতার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক নির্জন কুমার মিত্র দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে থাকা ব্যক্তিরা হলেন—জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক পৌর মেয়র নাদের বখত, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব আহমদ, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু এবং সেচ্ছাসেবক লীগ নেতা সাহারুল ও মসিবুর রহমান।
এর আগে গত ২৯ ডিসেম্বর এই পাঁচজন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তবে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ৪ আগস্ট সুনামগঞ্জে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এক শিক্ষার্থীর ভাই হাফিজ আলীবাদী বাদী হয়ে ২ সেপ্টেম্বর দ্রুত বিচার আদালতে মামলা দায়ের করেন। মামলায় মোট ৯৯ জনকে আসামি করা হয়। পুলিশ ইতোমধ্যে মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ ৩৪ জনকে গ্রেপ্তার করেছে। গত ২৩ সেপ্টেম্বর জামিন পান এম এ মান্নান।
তামিম রায়হান/এএমকে