মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেলো যুবকের
নওগাঁর মহাদেবপুরে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে ফারদিন (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক সড়কের তেরো মাইল নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ফারদিন উপজেলার দক্ষিণ হোসেনপুর গ্রামের মানিকের ছেলে। মহাদেবপুর বিএম কলেজের এইচএসসি ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ভোরে বন্ধু রেজোয়ানের সঙ্গে নওগাঁ থেকে মোটরসাইকেলযোগে মহাদেবপুরে ফিরছিলেন ফারদিন। পথে তেরো মাইল এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এরপরই মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ফারদিনের। গুরুতর আহত অবস্থায় রেজোয়ানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান স্থানীয় লোকজন।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী ঢাকা পোস্টকে বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে তার পরিবারের সদস্যদের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে। আহত রেজোয়ান রামেকে চিকিৎসাধীন আছেন।
মনিরুল ইসলাম শামীম/এএমকে