সেই কিশোরের উপহার গ্রহণ করলেন ডিসি
কুমিল্লার জেলা প্রশাসক আমিরুল কায়সারের সঙ্গে কিশোর তাহসিন রাহমান ও তার বাবা সাংবাদিক মোবারক হোসেনের ভুল বোঝাবুঝির অবসান হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) রাতে জেলা প্রশাসকের কার্যালয়ে কিশোর তাহসিন রাহমান ও সাংবাদিক মোবারক হোসনের সঙ্গে জেলা প্রশাসক আমিরুল কায়সার সাক্ষাৎ করেন। এসময় কুমিল্লার বিশিষ্ট ব্যক্তি এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সাক্ষাতের সময় জেলা প্রশাসকের সঙ্গে উপহার দেওয়া নিয়ে যে ভুল বোঝাবুঝি হয়েছিল সেটির মীমাংসা করা হয়। পরে কিশোর তাহসিন রাহমানের দিতে চাওয়া সেই গাছের চারা গ্রহণ করেন জেলা প্রশাসক। জেলা প্রশাসনের পক্ষ থেকেও ওই কিশোরকে একটি উপহার দেওয়া হয়।
কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সামান্য যে ভুল বোঝাবুঝি হয়েছিল সেটি সমাধান হয়েছে। সাংবাদিক মোবারক সাহেব তার ছেলেকে নিয়ে ডিসি স্যারের সঙ্গে দেখা করেছেন।
সাংবাদিক মোবারক হোসেনের বরাত দিয়ে কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক ঢাকা পোস্টকে বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে বলে সাংবাদিক মোবারক ভাই আমাকে জানিয়েছেন। বিষয়টি সমাধান হয়ে গেছে।
এ বিষয়ে সাংবাদিক মোবারক হোসেন ঢাকা পোস্টকে বলেন, জেলা প্রশাসন থেকে আমাকে ফোন করে অফিসে ডাকা হয়েছে। আমি যাওয়ার পর তারা আমাদের কথাগুলো শোনেন। পরে বিষয়টি সমাধান হয়।
প্রসঙ্গত, ভুল বোঝাবুঝির কারণে ডিসির বাসভবনে গাছ ও পত্রিকা উপহার দিতে যাওয়ায় কিশোর তাহসিন রাহমানকে আটকে রেখে তার বাবাকে খবর দিয়ে এনে এনডিসিকে দিয়ে শাসান কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) আমিরুল কায়সার। সোমবার (৬ জানুয়ারি) কুমিল্লা নগরীর জেলা প্রশাসকের বাসভবনে এ ঘটনা ঘটে। পরে দুপুরে পুরো ঘটনার বিবরণ দিয়ে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করেন কিশোরের বাবা মোবারক হোসেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।
আরিফ আজগর/আরকে