মাটিরাঙ্গায় ১৪ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে ভারত থেকে অবৈধ পথে নিয়ে আসা প্রায় ১৪ লাখ টাকা মূল্যের সিগারেট জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) ভোরে মাটিরাঙ্গা সেনাবাহিনী জোনের আরপি চেকপোস্টে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে অবৈধ সিগারেটের চালান আটক করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সার্জেন্ট হাসানের নেতৃত্বে টহল দল মাটিরাঙ্গা জোনের আরপি চেকপোস্টে খাগড়াছড়ির দিক থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে বিদেশি সিগারেটগুলো জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় চৌদ্দ লাখ টাকা।
সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটককৃত সিগারেট সীতাকুণ্ড কাস্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অবৈধ চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মোহাম্মদ শাহজাহান/আরকে