রাজবাড়ীতে ছাত্র আন্দোলনে হামলার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি ইব্রাহিম মোল্লাকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে সোমবার (৬ জানুয়ারি) রাত ১১টা ২০ মিনিটের দিকে সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান।
গ্রেপ্তারকৃত ইব্রাহিম মোল্লা রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুরারীপুর গ্রামের খালেক মোল্লার ছেলে। তিনি রামকান্তপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও রামকান্তপুর ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ১৮ জুলাই শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গত ৩০ আগস্ট শিক্ষার্থী রাজীব মোল্লার দায়ের করা মামলায় তদন্ত প্রাপ্ত আসামি হিসেবে ইব্রাহিম মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
মীর সামসুজ্জামান সৌরভ/আরকে