আখাউড়া বন্দর দিয়ে ৫ টন জিরা আমদানি, কাটল ৬ মাসের জটলা
দীর্ঘ বিরতির পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হলো আমদানি বাণিজ্য। সোমবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টায় একটি ভারতীয় ট্রাক বন্দরে এসে পৌঁছায়, যার মাধ্যমে ৫ টন জিরা আমদানি করা হয়। মেসার্স পড়শী ইমপেক্স নামে একটি প্রতিষ্ঠান এ চালানটি আমদানি করেছে, যা চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম আমদানি পণ্য।
গত জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে কোনো পণ্য আমদানি হয়নি। দীর্ঘ বিরতি শেষে জিরা আমদানির মাধ্যমে আবারো সচল হলো বন্দরের আমদানি কার্যক্রম।
বন্দরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান বলেন, বেশ কিছুদিন ধরে বন্দরের আমদানি কার্যক্রমে স্থবিরতা ছিল। তবে এ চালানের মাধ্যমে আমরা আবারও স্বাভাবিক বাণিজ্য কার্যক্রম শুরু করতে পেরেছি।
আরও পড়ুন
ভারতীয় প্রতিষ্ঠান এম টি ই এক্সিম প্রাইভেট লিমিটেড এ জিরা রপ্তানি করেছে। প্রতি কেজি জিরার মূল্য ছিল ৩ দশমিক ৪৯ ডলার। এটি স্থানীয় ব্যবসায়ীদের জন্য একটি সুসংবাদ, কারণ দীর্ঘদিনের অনিয়মিত বাণিজ্যের পর স্থলবন্দরের মাধ্যমে পুনরায় আমদানি কার্যক্রম শুরু হয়েছে।
উল্লেখ্য, আখাউড়া স্থলবন্দর দেশের গুরুত্বপূর্ণ স্থলবন্দরগুলোর মধ্যে একটি। এটি ভারত-বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কের অন্যতম প্রবেশদ্বার হিসেবে বিবেচিত।
মাজহারুল করিম অভি/এসএসএইচ