আ.লীগকে সঙ্গে নিয়ে সামনে এগোতে চাওয়া বেইমানদের প্রতিহত করা হবে
বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, নতুন বিএনপির জন্ম হয়েছে ৫ তারিখে (আগস্ট) হাসিনা পালিয়ে যাওয়ার পরে। যারা দুর্দিনে দলে ছিলেন, নির্যাতন ভোগ করেছেন, মামলার শিকার হয়েছে, কারারুদ্ধ হয়েছেন আগামীতে তাদেরই মূল্যায়ন করা হবে।
তিনি বলেন, যেসব বেইমান আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে সামনে এগোতে চাইছেন সেই বেইমানদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে।
সোমবার (৬ জানুয়ারি) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরে শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয় মাঠে স্থানীয় ছাত্রদল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শামা ওবায়েদ।
জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নগরকান্দা উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আরও পড়ুন
বিএনপির সাংগঠনিক সম্পাদক বলেন, আমরা বৈষম্যবিহীন বাংলাদেশ দেখতে চাই। যেখানে কেউ হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করবে আর কেউ তিন বেলাও খেতে পারবে না। সেই বাংলাদেশ আমরা দেখতে চাই না।
সবার মুখে একটি কথা শুনতে পাই ষড়যন্ত্র, ষড়যন্ত্র, ষড়যন্ত্র– উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, এই বাংলাদেশের মাটিতে বাংলাদেশের স্বাধীনতার পরে, জাতীয়তাবাদী দল জন্মের পরে সবচেয়ে বেশি ষড়যন্ত্র হয়েছে জিয়া পরিবারের বিরুদ্ধে। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে সবচেয়ে বেশি ষড়যন্ত্র হয়েছিল।
ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, কারণ জিয়া পরিবার গণতন্ত্র, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশের মাটিতে। যারা ষড়যন্ত্র করেছেন তারা আজ কোথায়? ৫ তারিখে পালিয়ে যেতে হয়েছে। ষড়যন্ত্র থাকবে। এর মধ্যে থেকেই আমাদের নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে।
বিএনপির সাংগঠনিক সম্পাদক বলেন, নতুন বাংলাদেশ যদি গড়তে হয় তাহলে সারা দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে এক জায়গায় আসতে হবে। যে গণতান্ত্রিক ধারাগুলোকে শেখ হাসিনা ধ্বংস করেছে, আওয়ামী লীগ ধ্বংস করেছে সংস্কারের মাধ্যমে তা ফিরিয়ে আনতে হবে। একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
শামা ওবায়েদ বলেন, বিএনপির হাজার হাজার নেতাকর্মী এখনো পঙ্গু হয়ে আছে। অনেকে খুন হয়েছে, গুম হয়েছে। যারা এ দেশের মাটিতে খুন-গুমের নির্দেশ দিয়েছে, যারা মানুষের বুকে গুলি করেছে, তাদের প্রত্যেকের বিচার বাংলার মাটিতে হবে। যারা বাংলার মাটিকে রক্তাক্ত করেছে, শোষণ করেছে, ব্যাংকের টাকা লুট করেছে, তাদের বিচারও হবে।
সভায় সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ প্রমুখ।
জহির হোসেন/এসএসএইচ