বিএনপি নেতার গাড়িতে হামলা-ভাঙচুর: নেপথ্যে আধিপত্যের দ্বন্দ্ব
ময়মনসিংহের গৌরীপুরে আকিকার অনুষ্ঠানে দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে বিএনপি নেতার গাড়িতে হামলা ও ভাঙচুর হয়েছে। জানা গেছে স্থানীয় দুই অনুসারীর আধিপত্যের দ্বন্দ্বে হওয়া এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন।
সোমবার (৬ জানুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার সিধলা ইউনিয়নের টেঙ্গরীপাড়া এলাকায় এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় টেঙ্গরীপাড়া গ্রামের ওমান ফেরত ইউনিয়ন যুবদলের পদপ্রত্যাশী নেতা মো. নূরুজ্জামানের সঙ্গে উপজেলা যুবদলের সাবেক সদস্য পাইসকা গ্রামের বাসিন্দা মো. সেলিমের আধিপত্য নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটে। এর মধ্যে সেলিম বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেনের অনুসারী এবং নূরুজ্জমান সাবেক উপজেলা চেয়ারম্যান আহম্মেদ তায়েবুর রহমান হিরনের অনুসারী। এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও নেতাকর্মীদের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় নূরুজ্জমান (৪৪) সহ তার পক্ষের আ. গণি (৫৪), রাসেল (২৪), ফয়সাল (১৯) এবং সেলিমের পক্ষের আনোয়ার, আ. রহমান বাবুল (৫০), সালাম, শিপন (২৮) এবং মারজু (২৪) আহত হন। এদের মধ্যে কয়েকজন রক্তাক্তসহ বাকিরা আঘাতপ্রাপ্ত হন।
আরও পড়ুন
ঘটনার বিষয়টি নিশ্চিত করে যুবদল নেতা সেলিম ঢাকা পোস্টকে জানান, স্থানীয় যুবদল কর্মী সুজাতের ছেলের আকিকা অনুষ্ঠানে আমাদের নেতা ইঞ্জিনিয়ার ইকবালকে দাওয়াত দেওয়া হয়। এটি শুনে নূরুজ্জমান নেতাকে এলাকায় আসতে দেবে না বলে প্রচার করে। পরে সোমবার বিকেলে নেতা আমাদের আকিকার অনুষ্ঠানে আসার পথে নূরুজ্জামান ও তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। এসময় ইঞ্জিনিয়ার ইকবালের গাড়িসহ বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এসময় আমাদের পাঁচজন নেতাকর্মী আহত হন। তাদের হাসপাতালে ভর্তিসহ চিকিৎসা দেওয়া হয়েছে।
জানতে চাইলে যুবদল নেতা নূরুজ্জমান ঢাকা পোস্টকে বলেন, একটি নাটকের অনুষ্ঠানে তারা ইঞ্জিনিয়ার ইকবালকে অতিথি করতে চেয়েছিল। গত দুদিন আগে আমি এ নিয়ে বালিয়াপাড়া বাজারে আপত্তি জানিয়েছিলাম। এতে ক্ষিপ্ত হয়ে সেলিমের পক্ষ হয়ে সুজাত সোমবার সকালে লোকজন নিয়ে এসে বাজারে চা খাওয়া অবস্থায় আমাকে মারধর করে। এ নিয়ে গন্ডগোল হয়। পরে বিকেলে সেলিম ও সুজাতের লোকজন শোডাউন করে ইঞ্জিনিয়ার ইকবালকে নিয়ে এলাকায় গেলে গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে তাদের গাড়ি ভাঙচুর করেছেন। এসময় সংঘর্ষে আমাদের চার জন আহত হন।
জানতে চাইলে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন বলেন, একটি আকিকার অনুষ্ঠানে যাওয়ার পথে কিছু লোক হামলা করে আমার গাড়িসহ নেতাকর্মীদের মোটরসাইকেল ভাঙচুর করেছেন। এ হামলায় আমি যাদের দেখেছি তারা আহম্মেদ তায়েবুর রহমান হিরনের অনুসারী।
এ বিষয়ে বিএনপি নেতা আহম্মেদ তায়েবুর রহমান হিরন বলেন, একটি আকিকার অনুষ্ঠানে দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় দুটি পক্ষের মধ্যে দ্বন্দ্বের জের ধরে এ হামলা হয়েছে। এছাড়াও তাদের মধ্যে আরও অভ্যন্তরীণ দ্বন্দ্ব ছিল বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। ঘটনার পর বিষয়টি আমি শুনেছি।
জানতে চাইলে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মাজহারুল আনোয়ার ঢাকা পোস্টকে বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
মো. আমান উল্লাহ আকন্দ/এসএসএইচ