নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি একাংশের প্রত্যাখ্যান
জুলাই-আগস্টের আন্দোলনকারীদের মূল্যায়ন না করার অভিযোগ এনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলার আহ্বায়ক কমিটির একাংশ কমিটি প্রত্যাখ্যান করেছেন।
সোমবার (৬ জানুয়ারি) বিকেলে নাটোর শহরের মাদ্রাসা মোড়ে স্বাধীনতা চত্বরে জড়ো হয়ে এ ঘোষণা দেন তারা। এসময় তারা কমিটি বিলুপ্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচিও পালন করেন।
এর আগে রোববার (৫ জানুয়ারি) রাতে ছয় মাস মেয়াদি ২৯৫ সদস্যের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি।
আরও পড়ুন
নতুন কমিটির যুগ্ম সদস্য সচিব শেখ ওবায়দুল্লাহ মীম সোমবার রাতে ঢাকা পোস্টকে বলেন, ছাত্র আন্দোলনে নাটোরে যারা ভূমিকা রেখেছিল তাদের কমিটিতে মূল্যায়ন করা হয়নি। তাই আমরা এ কমিটি প্রত্যাখ্যান করেছি। কমিটিতে আছেন এমন যারা গণস্বাক্ষরে অংশগ্রহণ করেছেন তারা মৌখিকভাবে পদত্যাগও করেছেন। তবে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র দেওয়া হয়নি। দ্রুত কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের আহ্বান জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে নবগঠিত কমিটির আহ্বায়ক জনি প্রামাণিক ঢাকা পোস্টকে বলেন, একটি কমিটি গঠন হলে সেটা যে সবার মন মতো হবে, এমনটা নয়। নতুন কমিটিতে সঠিক মূল্যায়ন করে যোগ্য ব্যক্তিকেই যোগ্য স্থানে রাখা হয়েছে বলে আমি মনে করি। কমিটির বিরোধিতা যে কেউ করতে পারে, এটা তাদের অধিকার। কিন্তু কতজন করছে সেটা দেখার বিষয়। ২৯৫ জন সদস্যের একটি কমিটিকে ২০-৩০ জন এসে বলছে যে আমরা কমিটি মানি না।
তিনি বলেন, কমিটি গঠনের আগে যেহেতু অনেকজনের থেকে লিস্ট নেওয়া হয়েছিল সেখানে কিছু অনুপ্রবেশকারীও ঢুকেছে। সেক্ষেত্রে কিছু অসংগতি থাকলে সংশোধন করে গ্রহণযোগ্য সমাধান করতে হবে। সংশোধনটা যেন গ্রহণযোগ্য হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
গোলাম রাব্বানী/এসএসএইচ