আন্দোলনে নিহত ছাত্রদল নেতার সন্তানের দায়িত্ব নিলেন তারেক রহমান
মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত মাগুরা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদি হাসান রাব্বির সদ্য ভূমিষ্ঠ কন্যার দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (৬ জানুয়ারি) দুপুরে মাগুরা শহরের বরুণাতৈল গ্রামে মেহেদি হাসান রাব্বির বাড়িতে গিয়ে খোঁজখবর নেয় ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের প্রতিনিধি দল। এ সময় রাব্বির সদ্য ভূমিষ্ঠ সন্তানের দেখভালের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেওয়া হয়।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে প্রতিনিধি দলটি নিহত ছাত্রদল নেতার গ্রামের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজ নেন।
এ সময় প্রতিনিধি দলের প্রধান ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় চব্বিশের গণ-অভ্যুত্থানে নিহত জাতীয়তাবাদী ছাত্রদলের মাগুরা জেলার সিনিয়র যুগ্ম-সম্পাদক মেহেদি হাসান রাব্বির পরিবারের খোঁজ নিয়েছি।
ইঞ্জিনিয়ার বকুল বলেন, দেশের জন্য ছাত্র আন্দোলনে জীবন দিয়েছেন মাগুরা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাব্বি। তার মৃত্যুর সাড়ে চার মাস পর শিশুটির জন্ম। এই সন্তানের দেখভালের দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি সদ্য ভূমিষ্ঠ শিশুটির জন্য উপহার সামগ্রীও পাঠিয়েছেন। এই পরিবারটি যাতে আত্মমর্যাদা নিয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সে জন্য আমরা সব সময় এই পরিবারটির পাশে আছি, এই বার্তা পৌঁছে দিতেই এসেছি।
‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে ছিলেন সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মোমিন মিথুন, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবদুর রহিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
গত ৪ আগস্ট ছাত্র আন্দোলন চলাকালে মাগুরা শহরের ঢাকা রোডব্রিজ এলাকায় গুলিতে নিহত হন মাগুরা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান রাব্বি।
তাছিন জামান/এএমকে